দিরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিযান চালিয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে পৌর শহরের দাউদপুর নিজ বাসা থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার এবং পৌরসভার চন্ডিপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে ক্রিকেট খেলোয়াড় ছাত্রলীগের সমর্থক রায়হান মিয়াকে (২৫) আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সুনামগঞ্জের সদর থানায় হত্যাচেষ্টার মামলার তাদের আটক করা হয়েছে। রাতেই আটককৃতদের সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর হাত ধরে রাজনীতিতে অভিষেক হয় হাফিজুর মাস্টারের। এরপর নাছির চৌধুরীর সমর্থন নিয়ে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি সুরঞ্জিত সেনগুপ্তের আশীর্বাদ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন।
গত সংসদ নির্বাচনে আইজিপির ভাই আল আমিন চৌধুরী নৌকার মনোনয়ন পেলে সুরঞ্জিত সেনগুপ্তের গ্রুপ ছেড়ে হাফিজুর মাস্টার আল আমিন চৌধুরীর সাথে নৌকার পক্ষে সোচ্চার হন।
এছাড়া রোববার রাতে তাড়ল ইউনিয়নের শরালীতোপা গ্রামের মৃত চান মিয়ার ছেলে ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আইয়ুব আলীকে (৪২) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানা পুলিশ।