বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে বাঘা থানার পুলিশ নিজ এলাকা থেকে গ্রেফতারের পর রোববার কারাগারে পাঠায়।
মোশারফ হোসেন বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত রহিমুদ্দীন পাটনীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে আড়ানী ইউনিয়নের ঝিনা বাজারে সেমিপাকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোনো লোকজন ও নেতাকর্মী এ অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কার্যালয় ব্যবহার করে নিয়মিত বসছেন।
২ নভেম্বর রাতে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান বাদী হয়ে ৭ নভেম্বর চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৯২ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় মোশারফ হোসেন ৮৫ নম্বর আসামি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।