Logo
Logo
×

সারাদেশ

কলাগাছ এড়াতে গিয়ে বাসের নিচে বাইক, এক ভাই নিহত, অপরজন হাসপাতালে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

কলাগাছ এড়াতে গিয়ে বাসের নিচে বাইক, এক ভাই নিহত, অপরজন হাসপাতালে

কুড়িগ্রামে মোটরসাইকেলে ব্যবসার কাজে যাচ্ছিলেন দুই ভাই। সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় সংঘর্ষে তাদের মোটরসাইকেল একটি দূরপাল্লার বাসের নিচে ঢুকে যায়। এতে এক ভাই ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের টেক্সটাইল মিলের পচা মসজিদ মোড়ে বাসচাপায় শামসুল আলম (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাই আবুল কাশেম। তারা কুড়িগ্রাম পৌরসভার নাজিরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার সকালে মোটরসাইকেলে ব্যবসার কাজে যাচ্ছিলেন শামসুল আলম ও আবুল কাশেম নামে দুই ভাই। কুড়িগ্রাম-উলিপুর সড়কের টেক্সটাইল মিলের পচা মসজিদ মোড়ে ঢাকা থেকে চিলমারীগামী এসএন পরিবহণের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। 

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক শামসুল আলম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম