তারাকান্দায় ৫ ইউপি সদস্য আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
![তারাকান্দায় ৫ ইউপি সদস্য আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/10/Grefter-6730ae5159b56.jpg)
ময়মনসিংহের তারাকান্দায় ৫ ইউপি সদস্যকে যৌথবাহিনী আটক করেছে। তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালিখা ইউপি চেয়ারম্যান শামছুল আলমের বাড়ি থেকে রোববার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বালিখা ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য ফয়সাল আহমেদ সফির, ইউপি সদস্য নজরুল ইসলাম, নুরুল আমিন সরকার, শফিকুল ইসলাম ও হামিদুল হক।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, নাশকতা সৃষ্টির গোপন বৈঠক চলকালে যৌথবাহিনী তাদের আটক করে থানায় দিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।