Logo
Logo
×

সারাদেশ

বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ যুবকের

Icon

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ যুবকের

টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকালে নাওজোড় হাইওয়ে থানার এসআই মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

এসআই শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশনে প্রবেশের সময় ইউটার্ন নিতে গেলে ঢাকাগামী আল বারাকা পরিবহণ নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছেন।  এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম