Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ

‘শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। 

তিনি বলেছেন, ‘আমরা একটি মামলাও শেখ হাসিনার বিরুদ্ধে করিনি। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এই অভিযোগে শেখ হাসিনা ও তার নেতাদের বিরুদ্ধে দুইশ মামলা করেছে নিহতদের পরিবার। নিশ্চয়ই এসব মামলায় বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে। আন্তর্জাতিক আদালতেও হাজির হওয়ার জন্য শেখ হাসিনাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে।’

রাঙ্গাবালীতে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। 

এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বক্তব্য রাখেন। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম