আবদুল হাই শিকদার
ভারত কোনোভাবেই ৫ আগস্টের আন্দোলন মানতে পারছে না
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩২ পিএম
![ভারত কোনোভাবেই ৫ আগস্টের আন্দোলন মানতে পারছে না](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/09/Gazipu-672f9c904872e.jpg)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি আবদুল হাই শিকদার বলেছেন, ভারত কোনোভাবেই আমাদের ৫ আগস্টের আন্দোলন মানতে পারছে না। শেখ হাসিনাকে পৃথিবীর কোনো রাষ্ট্র জায়গা দেয়নি; ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট জায়গা দিয়েছে।
তিনি শনিবার বিকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘৭ নভেম্বর দেশপ্রেমের সকল চেতনার উৎস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু আশরাফ খান, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) সদস্য সচিব এবিএম রুহুল আমীন আকন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মাসুদ রানা আতাউর।