নির্বাচিত প্রতিনিধি দেখতে চায় জাতি: আমীর খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা গুলি করে, সমাবেশ বন্ধ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে সব দেশ ঐক্যবদ্ধ হয়ে শেষ ধাক্কা যখন দিয়েছে শেখ হাসিনা তখন পালিয়েছে। তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন তা অটুট রাখতে হবে।
ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে, নির্বাচিত সরকারের দিকে যেতে হবে। জাতি তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। তাদের নির্বাচিত সরকার দেখতে চায়। এ কারণেই ঐক্য ঘটানো হয়েছে।
শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মীদের মধ্যে নগর বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন দুপুরের পর থেকেই নগরী ও উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বিকালে নগরীর কাজির দেউরি মোড় থেকে বিএনপির র্যালি শুরু হয়ে নগরীর নিউমার্কেটে এসে শেষ হয়। নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ফেস্টুন-ব্যানার নিয়ে র্যালিতে যোগ দেয়।