Logo
Logo
×

সারাদেশ

তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

সিলেটের তামাবিল স্থল বন্দরে ভারত থেকে মিথানল নিয়ে আসা একটি ট্যাংকলরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এ সময় লরীতে মিথানল না থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তামাবিল স্থল বন্দর ও এর আশপাশের এলাকা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় ভারতীয় ট্যাংকলরীতে আগ্নীকান্ডের সূত্রপাত হয়। 

খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং ভারতের স্থলবন্দরের আরেকটি অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ভারতীয় ট্রাংকারটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, গত ৫ নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক প্রতিষ্ঠান সামুদা স্প্রেক ক্যামিকেল লিমিটেডের নামে ৭টি গাড়ি তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। পরে ল্যাবরেটরী পরীক্ষা শেষে শনিবার বাংলাদেশের ট্যাংকলরীতে ক্যামিকেলগুলো স্থানান্তর করা হয়। 

তিনি বলেন, আগুন লাগা গাড়িটি সাতটি আমদানি হওয়া গাড়ির সর্বশেষ গাড়ি ছিল।

পুড়ে যাওয়া গাড়ির চালক সারভান জানিয়েছেন গাড়ির ভিতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ দিকে, মিথানলের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ও স্থলবন্দরে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও স্থলবন্দর শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম