Logo
Logo
×

সারাদেশ

হোটেলে খেতে গিয়ে বগুড়া ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

হোটেলে খেতে গিয়ে বগুড়া ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

বগুড়ায় হত্যাসহ আট মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহমদ (২৮) গ্রেফতার। 

শিবগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে তাকে উপজেলার বিহারহাট বাজার থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে ওসি আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ আহমেদ শিবগঞ্জ উপজেলার বিহারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তার বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় একাধিক হত্যাসহ আটটি মামলা হয়েছে।

এর মধ্যে শিবগঞ্জ থানায় একটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তৌহিদ পালিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি বিহারহাট বাজারের একটি হোটেলে খাবার খেতে যান। গোপনে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান জানান, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রীগের সহ-সভাপতি তৌহিদের বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। 

বগুরা ছাত্রলীগ সহসভাপতি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম