নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
প্রতীকী ছবি
বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) ও রশিদ ব্যাপারীর ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন।
আহতরা হলেন-একই গ্রামের আলম ব্যাপারীর ছেলে মো. নাইম (২৫) ও পথচারী কায়েতমারা গ্রামের মো. লোকমান চৌকিদার (৬২)।
স্থানীয় চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং দুজন মারাত্মক আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বৃদ্ধ লোকমান চৌকিদারের পা ভেঙেছে এবং নাইম মুখমণ্ডলে আঘাত পেয়েছেন।
নিহত স্বপন ভূঁইয়ার ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অটোরিকশা রেখে মোটরসাইকেল নিয়ে বের হন স্বপন। তিনি ওই মোটরসাইকেলে আরও দুই অটোরিকশাচালক কাওসার ও নাইমকে নিয়ে নোমরহাট বাজারে রওনা দেন। বাজারের কাছাকাছি গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের দেয়ালে ধাক্কা খায়। তাতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকা পাঠানো হয়। রাত ১১টার দিকে কাওসারের মৃত্যু হয়। নাইম ও লোকমান চৌকিদারকে আজ শনিবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।