Logo
Logo
×

সারাদেশ

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে খিচুড়িভোজ

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে খিচুড়িভোজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছে যুবকরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দু’শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভ‚ত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এ ছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়।

গিয়াস উদ্দিন বলেন, ‘এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু হিমু আমাকে কথা দিয়েছিল-ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ট্রাম্প জেতায় হিমুর অর্থায়নে আমরা খিচুড়িভোজের আয়োজন করি। ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম