বিরোধীদের দমন করতে গিয়ে হাসিনা নিজেই ধ্বংস হয়েছেন: মাসুদ সাঈদী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম
প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র সৃষ্টির লক্ষ্যে কারও পথ ও মতকে প্রধান্য না দিয়ে এবং বিরোধী শিবিরকে নির্যাতন-দমন করতে গিয়ে আজ তিনি নিজেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি শুক্রবার বিকালে পিরোজপুর প্রেস ক্লাবে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাসুদ সাঈদী বলেন, দেশে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের নেতার দুর্নীতির কারণে দেশের ১৮ কোটি মানুষকে এখন অসহনীয় দুর্ভোগ ও কষ্টের মাসুল গুনতে হচ্ছে। মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি কোন কোন রাজনৈতিক দলের পচনও তাদের মাথা থেকে শুরু হয়েছে; যার ফলশ্রুতিতে দেশের অবস্থা আজ ভঙ্গুরে পরিণত হয়েছে।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশে আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কারণে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছিল। ওই কয় বছরে মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলটির পতন ছিল অনিবার্য। তাই আমাদের মূল্যবোধের অবক্ষয় থেকে বের হয়ে আসতে হবে, আতীতকে ভুলে গিয়ে অনাগত ভবিষ্যত ও প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী রেখে যাওয়াই রাজনীতিবিদ তথা আমাদের সবার কাম্য হওয়া উচিত বলে মনে করেন এই নেতা।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে পিরোজপুরে দুই-একটি ভবন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগত উন্নয়নই শুধু জনগণের কাম্য নয়, গুণগত ও মৌলিক উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। পরিশেষে পিরোজপুর জেলাকে একটি আধুনিক উন্নত ও স্বপ্নের জেলায় পরিণত করাই হোক আমাদের সবার প্রত্যাশা।