পাবনার কেন্দ্রীয় আরিফপুর ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী ইজতেমা (সাদপন্থি) শুরু হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমা নামাজে বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় বয়ান ও ইমামতি করেন তাবলিগ জামায়াতের মুরব্বি শায়খুল হাদিস মুফতি মাওলানা জিয়া বিন কাশিম। জুমার নামাজে জেলা প্রশাসন, পুলিশ ও রাজনীতিকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন। জুমার নামাজের পর বয়ান দেন দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা।
পাবনার ইজতেমায় জেলার ১১টি থানাসহ বিভিন্ন জেলা এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ দেশ বিদেশের প্রায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।