যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
চট্টগ্রামে হানিফ নাকে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার ৪ বছর পর মো. হোসাইন (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিট।
বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার ফকিরের মোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পিবিআইর পরিদর্শক বাবুল আক্তার। মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন বলে জানা গেছে।
পিবিআই জানায়, ২০২০ সালের ২০ মার্চ সাতকানিয়া উপজেলার আনু ফকির দোকান এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা দায়ের করেন। মামলাটি সাতকানিয়া থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বাদিনী নারাজি আবেদন করেন।
নারাজি আবেদন মঞ্জুর করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। আদালতে নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। এর আগে গ্রেফতারকৃত দুইজন আসামি মো. হোসাইন এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া স্থানীয়ভাবে সাক্ষীদের জিজ্ঞাসাবাদে ও মৃত্যুর আগে ভিকটিম মো. হানিফের জবানবন্দির একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. হোসাইন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পিবিআই।
এরপরই পিবিআই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক বাবুল আক্তার যুগান্তরকে বলেন, চার বছর পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. হোসাইন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে চালান দেওয়া হয়েছে।