Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:১২ পিএম

ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় আবু তাহের (৫০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় সুমন নামে আরও একজন গুরুতর আহত হন। 

দুপুর সাড়ে ১২ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের আজিজ উল্যাহর ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় অটোরিকশা নিয়ে তাহের জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কায় দেয়। এসময় অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর তাহেরকে মৃত ঘোষণা করেন ককর্তব্যরত চিকিৎসক। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম