বাঘায় ইউপি চেয়ারম্যানসহ ৯২ জনের নামে মামলা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৩ এএম
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ৯২ জনের নামে বিএনপির কার্যালয় পোড়ানোর অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সাজদার রহমান আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোনো নেতাকর্মী ওই অফিসে বসেননি। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কার্যালয় ব্যবহার করছেন। গত শনিবার (২ নভেম্বর) রাতে আড়ানী ইউনিয়নের ৩ ওযার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়টি রাতের আধারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ঝিনা ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগ নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। অতি উৎসাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য রাতের আঁধারে এমন কাণ্ড ঘটিয়েছে।
মামলায় ৯২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।