Logo
Logo
×

সারাদেশ

বাস-সিএনজির মধ্যে সংঘর্ষ, দুই শিশু নিহত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

বাস-সিএনজির মধ্যে সংঘর্ষ, দুই শিশু নিহত

ফাইল ছবি

কুমিল্লায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীরা হলেন-জুনায়েদ হোসেন (১২) এবং ফাহিমা (৯)। নিহতরা ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। তারা দু’জনই ছগুরা এবতেদায়ী মাদ্রাসায় পড়তেন। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাহাঙ্গীর আলম সিএনজি চালিত অটোরিকশাযোগে তার দুই সন্তানকে নিয়ে ছগুরা আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাদ্রাসার অদূরেই সুগন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনায়েদ এবং ফাহিমা নিহত হন। এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম