Logo
Logo
×

সারাদেশ

পার্বতীপুরে ৫ বিঘা জমির ফসল লুট, আহত ৩

Icon

পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৯ এএম

পার্বতীপুরে ৫ বিঘা জমির ফসল লুট, আহত ৩

দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব দূর্গাপুর ঝুলুর ডাঙ্গায় পাঁচ বিঘা জমির ধান ও পটল লুট করে নিয়ে যায় ভাড়াটিয়া বাহিনী। এ সময় বাধা দিলে জমির মালিকসহ ৩ জন আহত হন। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মহসিন আলী, মোছা. নাছরিন বেগম, মোছা. মশকুরা বেগম, মহাবুবার রহমান, ফায়েজ আলী, আবু মিয়া ও মোছা. আঞ্জুয়ারা বেগমের সহায়তায় ভাড়াটিয়া বাহিনীর ২৫০ থেকে ৩০০ জন লোক ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৬৪৭২ ও ৬৪৫২ দাগের জমিতে হাজির হয়। 

এ সময় প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ধান ও পটল ট্রাক্টরযোগে নিয়ে যায় ভাড়াটিয়া বাহিনী। পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে বাকিরা দ্রুত পালিয়ে যায়।

এ সময় জমির মালিক খাদেমুল ইসলাম, তার স্ত্রী ও স্বজনরা বাধা দিলে সংঘবদ্ধ ভাড়াটিয়ারা তাদের পিটিয়ে ফেলে রেখে যায়। এতে গুরুতর আহত খাদেমুল ইসলাম, স্ত্রী মোছা. সেলিনা বেগম ও ভাই খায়রুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জমির মালিক খাদেমুল ইসলাম বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন। 

মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ নেওয়া হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম