পার্বতীপুরে ৫ বিঘা জমির ফসল লুট, আহত ৩
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৯ এএম
দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব দূর্গাপুর ঝুলুর ডাঙ্গায় পাঁচ বিঘা জমির ধান ও পটল লুট করে নিয়ে যায় ভাড়াটিয়া বাহিনী। এ সময় বাধা দিলে জমির মালিকসহ ৩ জন আহত হন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মহসিন আলী, মোছা. নাছরিন বেগম, মোছা. মশকুরা বেগম, মহাবুবার রহমান, ফায়েজ আলী, আবু মিয়া ও মোছা. আঞ্জুয়ারা বেগমের সহায়তায় ভাড়াটিয়া বাহিনীর ২৫০ থেকে ৩০০ জন লোক ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৬৪৭২ ও ৬৪৫২ দাগের জমিতে হাজির হয়।
এ সময় প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ধান ও পটল ট্রাক্টরযোগে নিয়ে যায় ভাড়াটিয়া বাহিনী। পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে বাকিরা দ্রুত পালিয়ে যায়।
এ সময় জমির মালিক খাদেমুল ইসলাম, তার স্ত্রী ও স্বজনরা বাধা দিলে সংঘবদ্ধ ভাড়াটিয়ারা তাদের পিটিয়ে ফেলে রেখে যায়। এতে গুরুতর আহত খাদেমুল ইসলাম, স্ত্রী মোছা. সেলিনা বেগম ও ভাই খায়রুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জমির মালিক খাদেমুল ইসলাম বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ নেওয়া হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।