Logo
Logo
×

সারাদেশ

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় পদ্মা চরের কুখ্যাত সন্ত্রাসী রাকিবুল ইসলাম রাখিকে (৩৫) গ্রেফতার করেছেন র‌্যাব।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা। 

গ্রেফতার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। রাখি মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। 

এছাড়াও দৌলতপু চর অঞ্চলে সে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করে তারা পালিয়ে যায়। 

এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নুরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে। 

র‌্যাব জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদসংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলযোগে বাড়িতে রওনা হন ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে নুরাল। 

বাড়ি পৌঁছামাত্রই দুটি মোটরসাইকেলযোগে ৬ জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে ৩ জন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং ৩ জন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। 

এ সময় নুরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি রাখিকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম