চট্টগ্রামে আবাসিক হোটেলে নারীর লাশ, হত্যার কারণ জানাল যুবক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধারের ১৮ দিন পর ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার রাতে খুলশি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফরহাদ।
হোটেল কক্ষে টাকা-পয়সা নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই নারীকে গলাটিপে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছে।
সিআইডি জানায়, ১৯ অক্টোবর বিবি কুলছুম (৩৪) ও ফরহাদ হোসেন স্বামী-স্ত্রী পরিচয়ে বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোনো এক সময়ে কৌশলে স্বামী পরিচয় দেওয়া ফরহাদ পালিয়ে যান। পরে রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় বিবি কুলছুমের বাবা আব্দুল ছত্তর বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি জানার পর সিআইডি ছায়াতদন্ত শুরু করে। সিআইডির ক্রাইমসিন টিম ভিকটিম বিবি কুলছুমের পরিচয় শনাক্ত করে।
বুধবার রাতে গোপন তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ যুগান্তরকে বলেন, বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক ফরহাদকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।