Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে চাঞ্চল্যকর রেবেকা সুলতানা মনি হত্যা মামলায় নেজাম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড ও রতন হাওলাদার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা (৪র্থ অতিরিক্ত) জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু সিদ্দিক রুবেল নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক ফুয়াদ।

রায় ঘোষণার সময় নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। আবদুল হালিম পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আসামি মো.আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দিয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মির্দ্দাপাড়ার একটি ফ্ল্যাটে আব্দুল হালিমের নির্দেশে মো. নেজাম উদ্দিন  রেবেকা সুলতান মনিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বৃহস্পতিবার আদালতে রায় দিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম