Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ

ধামরাইয়ে ১৯২ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

ধামরাইয়ে ১৯২ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধামরাইয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন কাঁঠাল শিমুল গ্রামের মোহাম্মদ জুয়েল তালুকদার বুধবার রাতে ধামরাই থানায় মামলাটি করেন। জুয়েল বর্তমানে ধামরাই পৌর শহরের নতুন দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। এর আগে মঙ্গলবার বাদী আদালতে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট বেলা ১১টার দিকে আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ, আব্দুল লতিফ ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মিজোর নেতৃত্বে ৪-৫ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে গুলিবর্ষণ করে আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমিসহ অনেক আন্দোলনকারী ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হই।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মামলাটি নিয়ে আমি খুবই প্যারায় আছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যারা অপরাধী প্রমাণিত হবে, শুধু তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কোনো নির্দোষ ও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম