দীর্ঘ দুই বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম
অবশেষে দীর্ঘ দুই বছর পর চালু হলো যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের পৌর টার্মিনাল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেনাপোল পৌরসভার আমড়াখালী এলাকায় অবস্থিত এ টার্মিনালটি শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়।
আগে যশোর-বেনাপোল হাইওয়ে বেনাপোল আমড়াখালী বাজার ও বন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহণ দাঁড়িয়ে থাকতে হতো। চরম ভোগান্তি পোহাতে হতো ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হচ্ছিল ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য।
বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমড়াখালীতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল; যা গত বছরের ৪ মার্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই থেকে কোনো ধরনের কার্যক্রম চালু না করেও বাস টার্মিনাল বাবদ বেনাপোল পৌরসভা যানবাহন প্রতি ৫০ টাকা করে পৌর টোল আদায় করে আসছে।
বেনাপোল বন্দর এলাকার তীব্র যানজটের কবল এবং সাধারণ মানুষের ভোগান্তির হাত থেকে রেহাই দিতে দীর্ঘ দুই বছর পর শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী সাজিব নাজির নিজ উদ্যোগে বৃহস্পতিবার বাস টার্মিনালটির কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণসহ শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া।
সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, বেনাপোল দেশের বৃহত্তর স্থলবন্দর। সরকার এই বন্দর দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। বাস টার্মিনালটি চালু হওয়ায় জনসাধারণের সুবিধার পাশাপাশি বেনাপোল বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাবে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন এই বাস টার্মিনালের কার্যক্রম বন্ধ ছিল। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আজ বাস টার্মিনালের সব কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলমান থাকবে।