Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিচ্ছে। অনেকে আবার গোপনে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন। তারা যদি আবারও মাঠে নামে সর্বপ্রথম টার্গেট করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয় শীর্ষক ‘ছাত্র সমাবেশে’ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রাজনীতিতে জড়িয়ে পড়তেন। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পুঁজি করে নিজেদের ক্যারিয়ার নির্মাণ বা প্রমোশন বাণিজ্যে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানান।

একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতি বছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব।

তিনি বলেন, যখন দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি হয়, সেই সময় যদি কাউকে নেতা মনোনয়ন দেওয়া হয়। ওই নির্দিষ্ট নেতার মাথায় একটি জিনিষই থাকে- যে আমাকে নেতা বানিয়েছে তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তখন ছাত্রদের স্বার্থকে তারা প্রাধান্য দেয় না। এজন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরির গুরুত্বারোপ করেন তিনি। কারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছাত্রদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ।

সারজিস আলম বলেন, আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা। তাহলে কেন আমাদের সহযোদ্ধাদের মধ্যে শো-ডাউন দেওয়ার মন-মানসিকতা থাকবে। বিগত ১৬ বছরে এই শো-ডাউন কারা দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে যদি আমাদের পায়ে হেটে চলার মানসিকতা না থাকে, যদি শো-ডাউন দিয়ে চলতে হয়, তাহলে আমি যাদের সাধারণ শিক্ষার্থী বলি-আমি কি তাদের কাতারে আছি? আমি যদি সাধারণ শিক্ষার্থীদের কাতারে না থাকতে পারি, তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার আমার থাকতে পারে না। আমরা আমাদের প্রতিনিধি তৈরি করবো, নেতা তৈরি করবো না। বিগত ১৬ বছরে কেউ যখন নেতা হয়ে উঠেছে, তার পা আর মাটি স্পর্শ করেনি। আমরা আমাদের ওই সব নেতা চাই না, যাদের পা মাটিতে পড়ে না।

ছাত্র সমাবেশ এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম