Logo
Logo
×

সারাদেশ

তিন হাজার মণ পাটের সঙ্গে পুড়ল মরিচ সয়াবিন সরিষা

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

তিন হাজার মণ পাটের সঙ্গে পুড়ল মরিচ সয়াবিন সরিষা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে পাটের গুদামে আগুন লেগে তিন হাজার মণ পাট পুড়ে গেছে। আগুন আশপাশের প্রায় ১৫টি গোডাউনে ছড়িয়ে পড়লে পাটের পাশাপাশি মরিচ, সয়াবিন, সরিষার গুদাম পুড়ে যায়।

বৃহস্পতিবার উপজেলার দাশের জঙ্গল বাজারের কাটপট্টি গলিতে নুরুল আমিন রাড়ির ভাড়া দেওয়া পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আবুবক্কর ডাকুয়ার পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও আড়াই ঘণ্টা সময় লাগে।

গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ মকবুল ঢালী, রিপন বেপারী, আবদুল রাড়ী, ফারুক বয়াতি, দ্বীন ইসলাম মোতালেব, শামচুসহ বলেন, সব মিলিয়ে আমাদের ১৫টি গুদামে ৩ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ৭শ মণ পুড়ে যায় ১ কোটি ৮০ লাখ টাকা এবং দেড় হাজার মণ সরিষা, মরিচ, সয়াবিন পুড়ে ছাই হয়ে গেছে; যার মূল্য ৭০ লাখ টাকা সবকিছু। দুপুরে কিভাবে আগুন লাগে জানি না। 

গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মিল্টন জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দাশের জঙ্গল বাজার জেলার মধ্যে একটি বড় বাজার। এখানে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম