Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণের অভিযোগে বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিক গ্রেফতার

Icon

গাজীপুর ও কাশিমপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ এএম

ধর্ষণের অভিযোগে বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিক গ্রেফতার

চীনের দুই নাগরিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

গ্রেফতারকৃতরা হলেন- চীনের ওয়াং জুইজুন এর ছেলে ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমান (২৮) এবং একই দেশের নাগরিক ওয়াং জাওফিং (৪৫)।

জানা গেছে, গাজীপুরের কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪১)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের। ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ৪০ বছর বয়সের এক নারী। তিনি এক সন্তানের জননী।

স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমানকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী।

ঘটনার পর থেকে তারা পলাতক থাকেন। মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশ্যে দেশত্যাগ করার ইমিগ্রেশন পুলিশ আব্দুর রহমান এবং ওয়াং জাওফিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। রাতে তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম