বিজিবির নামে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
যুগান্তর প্রতিবেদন, সুনামগঞ্জ
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) নাম ভাঙিয়ে সীমান্তবর্তী ধোপাজান চলতি নদীতে ইজারাবিহীন বালি-পাথরবাহী নৌযান থেকে চাঁদা আদায়কারী চক্রের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফরিদ মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের হাসেম মিয়ার ছেলে।
মঙ্গলবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির ক্যাম্প কমান্ডার ঈশ্বর চন্দ্র পণ্ডিত বাদী হয়ে এ মামলা করেন। মামলায় গ্রেফতার ফরিদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে।
রাতে সুনামগঞ্জের দয়িত্বশীল বিজিবি অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বশীল বিজিবি অফিসার জানান, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অভিযুক্ত ফরিদসহ তার কয়েকজন সহযোগী বিজিবির নামে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনকারী চক্র ও নৌযান মালিক সুকানী মাঝিদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন অফিসারদের নজরদারিতে আসার পর বিজিবি চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।
রাতে বিশ্বম্ভরপুর থানার ডিউটি অফিসার বিজিবির পক্ষ থেকে মামলা করার পর অভিযুক্ত আসামি ফরিদকে গ্রেফতার করা হয়েছে।