Logo
Logo
×

সারাদেশ

হাজীগঞ্জের দুই গুদামে তিন ট্রাক পলিথিন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

হাজীগঞ্জের দুই গুদামে তিন ট্রাক পলিথিন

চাঁদপুরের হাজীগঞ্জে দুই গুদামে মিলল ৩ ট্রাক নিষিদ্ধ পলিথিন। এর মধ্যে একটি গুদামে মিলেছে ১ হাজার ৮৮১ কেজি ও অপর গুদামে মিলেছে ২ হাজার ৭৩০ কেজি পলিথিন। যার পুরোটাই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পলিথিনের মালিকদের এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেন।

হাজীগঞ্জের বাকিলা বাজারে বুধবার দিনভর অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) রিফাত জাহান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে জেলা পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদ ছিল উপজেলার বাকিলা বাজারের দুটি গুদামে প্রচুর নিষিদ্ধ পলিথিন মজুত রয়েছে। সেই আলোকে বাকিলা পূর্ব বাজারের রজনীগন্ধ্যা মার্কেটের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। পলিথিনের মালিক মমিন ঢালীর উপস্থিতে ২ হাজার ৭৩০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

অপরদিকে একই বাজারের জিলানী মসজিদের সামনে মোস্তফা মিয়ার গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮১ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেছে। পরে সব পলিথিন জব্দ করা হয়েছে। বাজার মূল্য হিসেবে উক্ত পলিথিনের দাম প্রায় ৮ লাখ টাকা হবে। এ সময় আদালত উভয় ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই সময় একই আদালত একই বাজারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে রিপন মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো হান্নান, পরিদর্শক শারমিন আহমেদ লিয়া, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু মোহাম্মদ ও মো. আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম