ছাত্র আন্দোলনে গণহত্যা
গোলাপগঞ্জে খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪৩ এএম
ছবি: সংগৃহীত
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাত শহিদদের খুনিদের গ্রেফতারের দাবিতে তিনদিনের আলিটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। অন্যথায় থানা ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।
সোমবার রাতে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সাত শহিদদের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণসমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নায়িম। উপজেলা যুব অধিকারের সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নাজ মুছ সাকিব, সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সদস্য ও গোলাপগঞ্জ উপজেলার সমন্বয়ক সৈয়দ আলবাব হোসেন, মাজেদ আহমদ চৌধুরী, যুব অধিকার পরিষদে সিলেট জেলা সভাপতি শামিম আহমদ অপু, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক হাসান আহমদ চৌধুরী মাজেদ প্রমুখ।