দৌলতপুরে ছিনতাই নাটক, নিজেই ফেঁসে গেলেন বিক্রয় প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ পিএম
গ্রেফতার বিক্রয় প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এক্মি কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা ও মোটরসাইকেল ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ জানায়, মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকার কারণেই সাজানো হয়েছিল ছিনতাইয়ের নাটক। নাটকের মূলহোতা ছিলেন এক্মি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমান নিজেই।
তিনি নাটোরের বনপাড়ার বড়াইগ্রাম এলাকার লেদু প্রামানিকের ছেলে। হাফিজুর রহমান বলেন, আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলাম। কোম্পানির কাছে বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিলাম। চাকরিটা আর করতে চাচ্ছিলাম না। তাই কোম্পানিকে টাকা না দিয়ে চাকরি ছাড়ার জন্য নিজেই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলাম।
০২ নভেম্বর উপজেলার ছাতারপাড়া এলাকায় আমার মোটরসাইকেলটি ছিনতাই হয়েছে বলে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হই। আসলে ওই রাত্রে আমার টাকা ও মোটরসাইকেল কোনোটিই ছিনতাই হয়নি। আমি কোম্পানির চাকরি ছেড়ে দেওয়ার জন্যই এমন কাজ করেছি।
ওসি আওয়াল কবীর বলেন, ছিনতাই নাটকে অভিযুক্তকে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হবে।