Logo
Logo
×

সারাদেশ

সিদ্ধান্ত না পালটালে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ করতে দেবে না

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

সিদ্ধান্ত না পালটালে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ করতে দেবে না

সেন্টমার্টিনের বিষয়ে সরকারের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বীপবাসীর জীবন-জীবিকার পথ খুলে না দিলে, মৌসুমে কোনো পর্যটককে দ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার বাসিন্দারা।

মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন বাজারে দ্বীপে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধকরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সেন্টমার্টিনবাসী। 

দ্বীপের স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, সেন্টমার্টিনের ১০ হাজার মানুষ প্রতি বছর এ পর্যটন মৌসুমের জন্য অপেক্ষা করেন। কারণ দ্বীপের সিংহভাগ মানুষ পর্যটন মৌসুমে ৬ মাস ব্যবসা বাণিজ্য করে বাকি ৬ মাস চলে; যার মধ্যমে দ্বীপের মানুষের মৌলিক চাহিদাগুলো জড়িয়ে আছে। তাই সরকারের প্রতি আহবান করছি, দ্বীপের মানুষের প্রতি সদয় হয়ে জীবন-জীবিকার পথ খুলে দিতে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

সেন্টমার্টিন ৮নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুল ইসলাম বলেন, আমরা দ্বীপের মানুষ এ মৌসুমের জন্য অপেক্ষা করে থাকি। তাই যথানিয়মে যদি পর্যটক এসে রাত্রিযাপন করতে না পারে তাহলে আমরা লাখ লাখ টাকার পুঁজি দিয়ে বিভিন্ন হোটেল মোটেল নিয়েছি তার কী অবস্থা হবে। শুধু তাই নয়, সরকারের সিদ্ধান্তের কারণে দ্বীপের ব্যবসার সঙ্গে জড়িত ১২ হাজার মানুষ জীবিকা হারাবে। যার কারণে দ্বীপবাসীর দুঃখে জীবন যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে টেকনাফ হতে সেন্টমার্টিন নৌপথে অনেক নিরাপদ। প্রায় মাসখানেক ধরে কোনো দুর্ঘটনা বা গোলাগুলির ঘটনা ঘটছে না। যদি সরকার আন্তরিক হয় তাহলে নাফ নদী হয়ে মৌসুমে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন আসতে পারবে। 

উল্লেখ্য, গত সোমবার ঢাকার প্যান প্যাসিফিক হোটেল ওয়ান হেলথ ডের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সেন্টমার্টিন রক্ষা করতেই সরকার কিছুটা পর্যটনে নিয়ন্ত্রণ আরোপ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম