Logo
Logo
×

সারাদেশ

সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান

Icon

যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম

সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান

সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অনুমোদনবিহীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ নামের কথিত ওই শিশুখাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। তিনি বলেন, অনুমোদনবিহীন কারখানাটিতে কোনো ক্যামিস্ট পাওয়া যায়নি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নয়টি শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল এ কারখানায়। মোড়কের পৃথক পৃথক ঠিকানা ব্যবহার করা হলেও এ কারখানাতেই তৈরি হচ্ছিল ভেজাল শিশুখাদ্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম