নোয়াখালীতে বিপুল অস্ত্র-গুলিসহ আটক ৫
বেগমগঞ্জ ও সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ থানা পুলিশ দুটি উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি পাইপগান, ২টি এলজি, ৫টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও ২টি পিকআপ জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- চাটখিল পৌরসভার ছয়ানি টগবা এলাকার বাবুলের ছেলে বাদল হোসেন (২১), রামনারায়ণপুর ইউনিয়নের রুইতখালী গ্রামের আবদুস সাত্তারের ছেলে রবিন (২৮), কুমিল্লার লালমাই থানার বাগমারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন (২২), সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের সাইফুল আলম মানিকের ছেলে বাহার (৩০) ও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬)।
পুলিশ জানায়, বেগমগঞ্জ সার্কেলের নেতৃত্বে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের সায়েদ প্লাজা এর সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চেকপোস্ট বসানো হয়। এরপর সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানোকালে ১২ কেজি গাঁজা ও ১০টি অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়িতে অভিযান চালিয়ে ৯টি ম্যাগাজিন, ৫ টি বিদেশী পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি এবং ২৭৭ রাউন্ড পিস্তলের গুলিসহ বাহারকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হবে। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।