Logo
Logo
×

সারাদেশ

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে আবার দখলের চেষ্টা

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে আবার দখলের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি বিক্রি বাবদ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে না দিয়ে ওই জমিই আবার দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের মৃত. আ. রশিদ মাস্টারের ছেলে মোয়াজ্জেম হোসেন মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের এ বিষয়ে জানান। 

অভিযুক্তরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাংশু রঞ্জন রায়ের ছেলে মনোজ কুমার, মৃণাল কান্তি, মৃন্ময় কান্তি রায়সহ ৭ জন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে নগদ টাকার প্রয়োজনে ২০১৯ সালে মনোজ কুমার গংরা উপজেলার নাপিতখালী মৌজা থেকে ১ একর ২ শতাংশ সম্পত্তি তৎকালীন ৫৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ২২ লাখ টাকা গ্রহণ করেন। এরপর জমি রেজিস্ট্রি না দেওয়ায় একাধিকবার সালিশ বৈঠকও হয়। 

গত ১৯ অক্টোবর ওই বিক্রীত জমি দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিবাদ করলে গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় প্রতিপক্ষরা।

এ বিষয়ে অভিযুক্ত মৃন্ময় কান্তি রায় ১৬ লাখ টাকা গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, ওই জমির বাজার মূল্য ৩ কোটি টাকা। আমি তার সঙ্গে কমমূল্যে বায়না করেছি এই মর্মে যে কোনো প্রয়োজনের সময় আমাকে টাকা দেবেন। চলতি বছরের জানুয়ারি মাসে আমার ৫ লাখ টাকার প্রয়োজন হলে আমাকে টাকা দেয়নি। আমি তার (মোয়াজ্জেম হোসেন) অনুমতি নিয়েই অপর একটি পক্ষের সঙ্গে বায়না চুক্তি করেছি। এ ঘটনায় বৈঠকও হয়েছে- দুজনকে জমি ভাগ করে দিতে চাইছি, কিন্তু সে মানছে না।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম