বগুড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে আহত শ্বশুর হাসপাতালে
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
বগুড়ায় পারিবারিক কলহে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত সুলতান আহম্মেদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, ছুরিকাহত সুলতান আহম্মেদ (৪০) বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নুরুল প্রামাণিকের ছেলে। কিছুদিন ধরে পারিবারিক বিষয়ে মেয়ের জামাই বিপ্লবের সঙ্গে তার বিরোধ চলে আসছে।
এর জেরে সোমবার রাত ৮টার দিকে বিপ্লব মদ্যপ অবস্থায় শ্বশুর সুলতানের বাড়িতে আসেন। ঝগড়ার একপর্যায়ে তিনি শ্বশুরের তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরির আঘাতে পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে পড়ে। বাড়ির লোকজন রক্তাক্ত সুলতানকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত সুলতানের পেটে অপারেশন করা হয়েছে।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত একেএম মঈন উদ্দিন জানান, এ ব্যাপারে মঙ্গলবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।