Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কুয়াকাটায় জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৮টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী  ম্যাজিস্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ দিন মাইকিং করে পাউবো। তাদের কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির দেওয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকেই সরিয়ে নেন। তবে যারা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হচ্ছে। 

ইউএনও রবিউল ইসলাম বলেন, আমরা প্রায় ৫০০ অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেননি। তারপর আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম