Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

ময়মনসিংহে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান।

তোফাজ্জল হোসেন নগরীর রহমতপুর এলাকার আব্দুস সালামের ছেলে।

এদিকে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় আব্দুল কুদ্দুস (৮৫) নামে একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরীর রহমতপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে দগ্ধ দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজন আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, সোমবার দুপুর আড়াইটার ২টার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে মারা যান প্রাইভেটকার চালক মো. হিমেল (২৫)। তিনি ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম