নাগরদোলার ধাক্কায় উড়ে গেল খুলি, কিশোরের মৃত্যু
লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলার আসনের ধাক্কায় আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মেলায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান লোহাগাড়া সদর ইউনিয়ন সংলগ্ন ডা. খায়ের আহমদ পাড়া গ্রামের আবু বক্করের ছেলে ও পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে বের হন নোমান। পরে সেখানে নাগরদোলায় উঠেন তারা। সেখানেই সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলা ঠিক যখন ঘুরছে, হঠাৎ দোলনার আসন থেকে দাঁড়িয়ে যায় নোমান। অপর আসনের ধাক্কায় খুলি উপড়ে গিয়ে আসনে পড়ে যায় দেহ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগাড়া থানা এসআই শরিফুল ইসলাম পিপিএম বলেন, মাদ্রাসার বার্ষিক সভায় বসা মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন কিশোর নোমান। লাশের সুরতহাল শেষ করেছি। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।