চাঞ্চল্যকর রানা হত্যা মামলার প্রধান আসামি ইনছান গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
বগুড়া শহরের জয়পুরপাড়ায় চাঞ্চল্যকর রড ব্যবসায়ী রানা মিয়াকে হত্যা মামলার প্রধান আসামি মো. ইনছান (৩২) ধরা পড়েছেন। র্যাব-১২ কোম্পানির সদস্যরা রোববার মধ্যরাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।
কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
র্যাব ও এজাহার সূত্র জানায়, বগুড়া শহরের জয়পুরপাড়া পশ্চিমপাড়ার মো. ফিরোজের ছেলে মো. ইনছান ও তার সহযোগীরা গত ১০ সেপ্টেম্বর পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী রড ব্যবসায়ী রানা মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রানা মিয়া চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাত প্রায় ১২টার দিকে আসামিরা বাড়ির কাছে তার পথরোধ করে। বাগবিতণ্ডার একপর্যায়ে আসামি ইনছান ধারালো অস্ত্র দিয়ে রানার শরীরে আঘাত করে।
স্ত্রী রোজিনা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ২নং আসামি মো. শহীদ তাকেও ছুরিকাঘাত করে। আহত দম্পতি রানা ও রোজিনার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে হামলাকারী আসামিরা পালিয়ে যায়। রক্তাক্ত দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী রোজিনা সদর থানায় ইনছানকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর র্যাব-১২ বগুড়া কোম্পানির গোয়েন্দা টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
রোববার রাতে সাড়ে ১২টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে ইনছানকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।