নবম শ্রেণির ছাত্র সবুজ হত্যাকাণ্ড, স্বামী-স্ত্রী গ্রেফতার
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
রাজশাহীর বাগমারায় প্রেমের জেরে নবম শ্রেণির ছাত্র সবুজ হোসেন হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নওগাঁ সদরের শিকারপুর এলাকা থেকে বাগমারার হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।
গ্রেফতাররা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের তুফান আলী ও তার স্ত্রী রুপা বেগম।
থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সবুজ হোসেন বাগমারার নরদাশ ইউনিয়নের হাট মাধরগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, প্রেমের জেরে কাস্টনাংলা গ্রামের আকরাম হোসেন গত ৫ অক্টোবর রাতে মেয়েকে দিয়ে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে সবুজকে পিটিয়ে হত্যা করে। পরের দিন সকালে কাস্টসাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সবুজের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মেয়ের বাবা আকরাম হোসেনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় তুফান আলী ও তার স্ত্রী রুপা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।