Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

কুমিল্লায় অস্ত্রসহ সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার রাতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১টি ওপেন বোল্ট শটগান, ২টি দা, ৬টি ধারালো ছুরি এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময় সহিংস কর্মকাণ্ডসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম