কাইয়ূম হত্যায় বিএনপি নেতাসহ ২৯০ জনের বিরুদ্ধে মামলা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কাইয়ূম হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হককে প্রধান আসামি করে ২৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহতের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন। এতে ১৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ।
গত ৩১ অক্টোবর ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় কাইয়ূম মিয়া (৪৫) নিহত হয়। ওই গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে কাইয়ূম। মৌটুপি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সরকার বংশের বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাফায়েত উল্লাহ ও কর্তা বংশের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হকের বংশের মধ্য ৫৪ বছর যাবত বিরোধ চলে আসছিল। আর এই বিরোধের জের ধরে এই খুন হয়। নিহত কাইয়ূম সরকার বংশের চেয়ারম্যান সাফায়েতের সমর্থক ছিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনা তদন্ত করে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।