Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ছাত্র হত্যা মামলায় মুকুল দফাদার গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

শেরপুরে ছাত্র হত্যা মামলায় মুকুল দফাদার গ্রেফতার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলি ও হামলা চালিয়ে ছাত্র হত্যার ঘটনায় মুকুল দফাদার (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩ নভেম্বর) বিকালে শহরের গৌরীপুরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-১ এর একটি দল তাকে গ্রেফতার করে।

মুকুল দফাদার সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বদু দফাদার এর ছেলে।

 র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ আগস্ট বিকালে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের করা হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এতে মো. মাহবুব আলম ঘটনাস্থলেই মারা যান।

ওই ঘটনায় গত ১২ আগস্ট নিহতের মা মোছা. মাফুজা খাতুন শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানি ছায়া তদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকালে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম