Logo
Logo
×

সারাদেশ

রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।

বীরত্বপূর্ণ অবদান রাখায় শহিদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। 

রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে ‘শহিদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’

পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে, ‘শহিদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদদ তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’

২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম