Logo
Logo
×

সারাদেশ

ছেলের সামনেই দুখণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ল বাবার দেহ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম

ছেলের সামনেই দুখণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ল বাবার দেহ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্ত:নগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ছেলের সামনেই দুখণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ল বাবার দেহ। এ সময় চোখের সামনেই পিতার মৃত্যু দেখে ছেলে আব্দুল হাকিম (১৮) অজ্ঞান হয়ে পড়েন।

রোববার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মনসুর মিয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত মিয়া শাহের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিল। রোববার সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন মিলে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিলেন। এ সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হতে দৌড়াতে থাকেন।

একপর্যায়ে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনেই মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেলস্টেশনে নিয়ে আসেন।

ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম বাবু।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত মনসুর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম