Logo
Logo
×

সারাদেশ

দুই সন্তানের জননী নিয়ে দুই সন্তানের জনক লাপাত্তা

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

দুই সন্তানের জননী নিয়ে দুই সন্তানের জনক লাপাত্তা

বরিশালের মুলাদীতে দুই সন্তানের জননীকে নিয়ে এলাকা ছেড়েছেন দুই সন্তানের এক জনক। উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের নজরুল ইসলাম ইউনুছ খানের ছেলে ওষুধ ব্যবসায়ী সায়েম খান এলাকার এক গৃহবধূকে (২৯) নিয়ে উধাও হন। এ ঘটনায় স্ত্রীকে ফেরত পেতে খাদিজার স্বামী বাদী হয়ে রোববার বিকালে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সায়েম খান ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ ওই গৃহবধূকে নিয়ে এলাকা ছাড়েন। অপরদিকে এ ঘটনাকে পুঁজি করে বোয়ালিয়া ফাঁড়ি পুলিশ সায়েম খানের পরিবারকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে স্বামী উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়। ব্যবসার সুবাদে তারা ঢাকায় থাকেন এবং তাদের দুইটি সন্তান রয়েছে। গত ২০ অক্টোবর তার স্ত্রী ঢাকা থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ২৯ অক্টোবর ঢাকায় ফেরার কথা ছিল; কিন্তু তিনি ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আলীমাবাদ বন্দরের ওষুধ ব্যবসায়ী সায়েম খান প্রলোভন দিয়ে টাকা ও অলংকারসহ তার স্ত্রীকে নিয়ে গেছেন।

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মনির হোসেন বলেন, সায়েম খানের সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া সম্পর্কের সত্যতা পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর থেকে তাদের দুজনকে এলাকায় দেখা যায়নি। তাদের সন্ধান চলছে। 

সায়েম খানের বাবা নজরুল ইসলাম ইউনুছ খান বলেন, তার ছেলে ওই নারীকে বিয়ে করেছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। ওই সময় আগের স্বামীকে তালাকও দিয়েছেন।

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত এবং অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম