একসঙ্গে চার মেয়ের মা হলেন প্রবাসীর স্ত্রী
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
একসঙ্গে চার কন্যা সন্তানের মা হয়েছেন ফারজানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। রোববার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন যুগান্তর প্রতিবেদককে নিশ্চিত করে এ খবর জানান।
এর আগে শনিবার রাতে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার (২৭)।
ফারজানা আক্তার নরসিংদী জেলার মনোহরদী থানার মাদুশাল গ্রামের বাহারান প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।
ফারজানার স্বজনরা জানান, ফারজানা আগে এক পুত্র সন্তানের জননী ছিলেন। পরে ফারজানা আবার গর্ভবতী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়। সেখানে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তান রয়েছে বলে জানান ডাক্তার। পরে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর শনিবার একে একে ফারজানার চার কন্যা সন্তান সিজারের মাধ্যমে জন্ম হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন বলেন, নরসিংদী থেকে এক গৃহবধূ একসঙ্গে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক চার কন্যা সুস্থ রয়েছেন। চার কন্যার মধ্যে প্রথম কন্যার ওজন ছিল ১ কেজি ৩শ গ্রাম, দ্বিতীয় কন্যা ১ কেজি ২শ গ্রাম, তৃতীয় কন্যার ওজন ১ কেজি ৩শ গ্রাম ও চতুর্থ কন্যার ওজন ১ কেজি ২শ ছিল বলে জানান তিনি।
হাসপাতাল সূত্র জানায়, মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।