Logo
Logo
×

সারাদেশ

‘জয় বাংলা’ বলা সেই সিভিল সার্জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

‘জয় বাংলা’ বলা সেই সিভিল সার্জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে জয়বাংলা বলায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ আবশ্যিকভাবে রোববার অবমুক্ত হবেন। সোমবার ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।

প্রসঙ্গত, ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয়বাংলা বলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণ দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

ওই রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণ দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছিলেন না। দুই দিনের জন্য ডেপুটি সিভিল সার্জনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে যান। ওই সময়েও তিনি ঢাকায় থেকে বাগেরহাটের সিভিল সার্জন হিসেবে সরকারি সভায় যোগদান করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম