Logo
Logo
×

সারাদেশ

শাবিতে নানা আয়োজনে নবীনবরণ

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

শাবিতে নানা আয়োজনে নবীনবরণ

নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সকাল এবং বিকাল দুই সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সকাল ১০টায় অনুষ্ঠানের প্রথম পর্বে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটায় ‘বি’, ‘সি’ ইউনিট অর্থাৎ মানবিক ও ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম এবং নবীন শিক্ষার্থীদের অবগত করতে ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম